আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী, ২০২২ ২১:০২ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৮৪ বার
ভারতের বিভিন্ন এলাকায় মুসলিমদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসি।
সোমবার এক টুইটে ওআইসির পক্ষ থেকে সংস্থাটির জেনারেল সেক্রেটারি ইবরাহিম তাহির এ উদ্বেগ জানান।
নিজের টুইটার একাউন্টে তিনি উত্তরখন্ডের হরিদ্বারে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা মুসলিম গণহত্যা, সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম নারীদের হয়রানি এবং কর্নাটকে মুসলিম মেয়েদের হিজাব পরিধানে বাধাদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘ভারতে মুসলিম ও তাদের ইবাদতস্থলকে লক্ষ্যবস্তু বানাতে ধারাবাহিক হামলা, বিভিন্ন রাজ্যে মুসলিম বিরোধী আইন প্রণয়নের সাম্প্রতিক প্রবণতা এবং মুসলিমদের ওপর সহিংসতা বৃদ্ধির ঘটনা এ দেশে ইসলামফোবিয়া ও ইসলামভীতি বৃদ্ধির আলামত।’
তিনি এসব ব্যাপারে জাতিসঙ্ঘের হস্তক্ষেপ কামনা করেন।
সূত্র : আলআরাবিয়া