ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

'এখনো ইউক্রেনে রুশ হামলা সম্ভব'

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২২ ১২:৩৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৬৫ বার


'এখনো ইউক্রেনে রুশ হামলা সম্ভব'

এখনো ইউক্রেনে রুশ হামলা সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে সরে আসার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ইউক্রেন সীমান্ত থেকে রুশ বাহিনীর কিছু অংশের প্রত্যাহারের খবরের সত্যতা যাচাই করা যায়নি বলেও তিনি জানিয়েছেন।

বাইডেন মঙ্গলবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় বলেন, ‌'রাশিয়ার নাগরিকদের বলছি : আপনাা আমাদের শত্রু নন, আর আমি বিশ্বাস করি না যে আপনারা ইউক্রেনের বিরুদ্ধে রক্তাক্ত ও ধ্বংসাত্মক যুদ্ধ চান।'

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ‌'সরাসরি রাশিয়ার সাথে সঙ্ঘাতে যাবে না।' তবে রাশিয়া যদি ইউক্রেনে আমেরিকানদর ওপর হামলা চালায় তবে ‌'আমরা শক্তি দিয়ে জবাব দেব।'

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও এর ন্যাটো মিত্ররা যাই ঘটুক না কেন, সেজন্য প্রস্তুত রয়েছে। মস্কো হামলা চালালে রাশিয়াকে বিপুল অর্থনৈতিক মূল্য দিতে হবে।

তিনি বরেন, ইউক্রেনে রাশিয়ান হামলার আশঙ্কা এখনো রয়ে গেছে। আর ইউক্রেন সীমান্ত থেকে কিছু রুশ সৈন্য সরে যাওয়ার খবরের সত্যতা এখনো যাচাই করতে পারেনি ওয়াশিংটন।

সূত্র : ডেইলি সাবাহ


   আরও সংবাদ