আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪১৪ বার
যুক্তরাষ্ট্রের নাগরিক ভার্জিনিয়া জোফ্রে নিউইয়র্কের আদালতে যৌন নিপীড়নের এ অভিযোগ আনেন ২০২১ সালে৷
প্রিন্স অ্যান্ড্রু তখন অভিযোগ শুধু অস্বীকারই করেননি, আইনজীবীদের মাধ্যমে আদালতে এর শেষ দেখার অঙ্গীকারও করেছিলেন৷
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আদালতে জমা দেয়া এক চিঠিতে জানানো হয়, ভার্জিনিয়া জোফ্রে এবং ডিউক অব ইয়র্ক অ্যান্ড্রু আদালতের বাইরে একটি সমঝোতায় পৌঁছেছেন৷ সেই চিঠিতে মামলা তুলে নেয়ার জন্য জোফ্রের দাতব্য প্রতিষ্ঠানে নির্দিষ্ট অংকের অর্থ জমা করার কথা বলা হলেও অর্থের পরিমাণ জানানো হয়নি৷
কে এই ভার্জিনিয়া জোফ্রে, কী তার অভিযোগ
মামলার অভিযোগে বর্তমানে অস্ট্রেলিয়াবাসী ভার্জিনিয়া জোফ্রে দাবি করেন, দুই দশক আগে ব্রিটেনে তার ওপর তিন দফা যৌন নিপীড়ন চালিয়েছেন প্রিন্স অ্যান্ড্রু৷ ৩৮ বছর বয়সি জোফ্রের দাবি, ঘটনার সময় তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন৷
রাজপরিবারের সদস্য অ্যান্ড্রুর সাথে পরিচয়ের সূত্র সম্পর্কে জোফ্রে জানান, অ্যান্ড্রুর বন্ধু গিসলেইন ম্যাক্সওয়েল সেখানে নিয়ে গিয়েছিলেন তাকে৷ গিসলেইন ছিলেন যৌন নিপীড়নের অভিযোগে সাজা পাওয়া জেফ্রি এপস্টেইনের দীর্ঘদিনের বান্ধবী৷ ২০১৯ সালে নিউইয়র্কের কারাগারে আত্মহত্যা করেন এপস্টেইন৷ ২০২১ সালে যৌনতার জন্য শিশু পাচার এবং এ ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগের সত্যতা পাওয়া যায় গিসলেইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে৷
সূত্র : ডয়চে ভেলে, এএফপি, এপি, রয়টার্স