আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ ফেব্রুয়ারী, ২০২২ ০৯:০৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৯৫ বার
ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন দুটি অঞ্চলে 'শান্তি বজায়' রাখার জন্য রুশ সৈন্যদের প্রতি নির্দেশ দিয়েছেন। এর আগে তিনি দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক-এর স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়ার কথা ঘোষণা করেন।
দুটি সরকারি ডিক্রিতে সোমবার পুতিন ওই দুই অঞ্চলে 'শান্তি বজায়' রাখার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
পাশ্চাত্যের দেশগুলোর সতর্কতা অগ্রাহ্য করেই সোমবার এই সিদ্ধান্ত নেয় মস্কো। রাশিয়ার টিভি চ্যানেলে এক দীর্ঘ ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আমি বিশ্বাস করি, অবিলম্বে দোনেৎস্ক ও লুগানস্কের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়ার জন্য একটি দীর্ঘমেয়াদি সিদ্ধান্তের প্রয়োজন।