ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইউক্রেনে যুদ্ধের আতঙ্কে যা বললেন বাংলাদেশী ছাত্র রুমি

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২২ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৯৫ বার


ইউক্রেনে যুদ্ধের আতঙ্কে যা বললেন বাংলাদেশী ছাত্র রুমি

ইউক্রেনের সময় ভোর পাঁচটায় বিকট একটা বোমার শব্দে ঘুম ভাঙে মারিয়োপোল শহরে বাংলাদেশী ছাত্র আহমেদ ফাতেমি রুমির। শহরের বিভিন্ন দিক থেকে আনুমানিক আটটি বা দশটি হামলা হয়েছে বলে তারা শুনেছেন।

মাত্র দুমাস আগে বাংলাদেশ থেকে সেখানে মারিয়োপোল স্টেট ইউনিভার্সিটিতে অর্থনীতি পড়তে গেছেন রুমি।

তারা ভয়ের মধ্যে আছেন বলে জানিয়েছেন।

আহমেদ ফাতেমি রুমি বলেন, ইউক্রেন সরকার আইন জারি করে এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া নিষিদ্ধ করে দিয়েছে। ফলে ইচ্ছা করলেও আমি এখান থেকে মুভ করতে পারছি না। বাজার দোকান, শপিং মল আর ব্যাংকে মানুষের প্রচুর ভিড় এবং আতঙ্কিত মানুষ মজুত করার জন্য শুকনো খাবার কিনতে শুরু করেছে। তবে রাস্তাঘাটে অন্য সময়ের তুলনায় মানুষ অনেক কম। প্রতিটা এটিএম বুথের সামনে কম করে হলেও ৬০ থেকে ১০০ জন মানুষ লাইন দিয়ে আছে এবং টাকা তুলছে।

আহমেদ ফাতেমি রুমি জানাচ্ছেন, তার বিশ্ববিদ্যালয় সকাল ১০টার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের দূতাবাসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

তিনি মারিয়োপোল ছেড়ে নিরাপদ কোনো শহরে যাবার জন্য রেল স্টেশন ও বাস স্টপে দৌড়াদৌড়ি করছেন সকাল থেকে। কিন্তু শহর ছাড়তে তিনি এখনো সফল হননি।

বিশ্ববিদ্যালয়ে দশ থেকে বারো জন বাংলাদেশী শিক্ষার্থী রয়েছে বলে তিনি জানান।

সূত্র : বিবিসি


   আরও সংবাদ