ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইউক্রেনে হামলায় রাশিয়াকে সমর্থন করছে ভারত?

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২২ ১৭:৫২ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৩৭ বার


ইউক্রেনে হামলায় রাশিয়াকে সমর্থন করছে ভারত?

রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরোধিতায় জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে শনিবার একটি নিন্দা প্রস্তাব আনে আমেরিকা। তবে সেই প্রস্তাবে ভোট দেয়া থেকে বিরত থাকে ভারত। ইউক্রেন ইস্যুতে ভারতের এই অবস্থানের নিন্দা হয়েছে দিল্লির রাজনৈতিক মহলে। অনেক ক্ষেত্রেই প্রশ্ন উঠেছে, রাশিয়ার বিরুদ্ধে না গিয়ে ভোটে ‘না’ কি আদতে যুদ্ধকে সমর্থন? এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত।

জাতিসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি ভারতের ভোট না দেয়া প্রসঙ্গে বলেন, ‘ইউক্রেনে সম্প্রতি যে ঘটনা ঘটেছে ভারত তাতে উদ্বিগ্ন। অবিলম্বে এই সহিংসতার পথ থেকে সরে আসতে আবেদন করছি সকলকে। মানুষের জীবনের বিনিময়ে কখনো কোনো সমাধান সূত্র বের হয়ে আসে না। এই আবহে কূটনৈতিক আলোচনার পথ বন্ধ হওয়া অত্যন্ত হতাশাজনক। কিন্তু আমাদের কূটনীতির পথে ফিরতে হবে। সেই কারণে ভারত ভোটদান প্রক্রিয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরো বলেন, ‘সমস্ত সদস্য রাষ্ট্রের উচিত আন্তর্জাতিক আইন এবং জাতিসঙ্ঘের সনদের নীতিগুলোকে সম্মান করা। কারণ এটি একটি গঠনমূলক পথ দেখাবে আমাদের।’

উল্লেখ্য, এদিন প্রস্তাবনার পক্ষে ভোট দিয়েছে জার্মানি, ইতালি, পোল্যান্ড, এস্তোনিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ডের মতো ১১টি দেশ। প্রস্তাবনার বিপক্ষে ভোটদান করেছে শুধুমাত্র রাশিয়া। এদিকে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়া থেকে বিরত থাকে ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত।

রাশিয়ার ভেটো প্রসঙ্গে আমেরিকার বক্তব্য, ‘রাশিয়া হয়তো এই প্রস্তাব আটকে দিতে পারে। কিন্তু আমাদের কণ্ঠস্বর দমিয়ে রাখতে পারবে না তারা। আমাদের সত্য নীতির উপর বা ইউক্রেনের মানুষের উপর রাশিয়া ভেটো প্রয়োগ করতে পারবে না।’

সূত্র : হিন্দুস্থান টাইমস


   আরও সংবাদ