ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নো-ফ্লাই জোনের আহ্বান প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১ মার্চ, ২০২২ ০৮:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৬৫ বার


নো-ফ্লাই জোনের আহ্বান প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

রুশ বোমা হামলা বন্ধ করতে ইউক্রেনে নো-ফ্লাই জোন প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। তবে হোয়াইট হাউস তা প্রত্যাখ্যান করে জানিয়েছে, এমন কিছু করা হলে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িতে পড়বে।

এদিকে যুদ্ধ বিরতির লক্ষ্যে বেলারুশে তাদের এক আলোচনা শেষ করেছে রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিদল। বোঝাপড়া নিয়ে কিছু জানা যায়নি।

আর ইউক্রেনে সামরিক অভিযানের শাস্তি হিসাবে রাশিয়া এবং বেলারুশকে খেলাধুলার সমস্ত আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি। খেলাধুলার বিষয়ক সমস্ত ফেডারেশনের কাছে এ ব্যাপারে আইওসির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে।

ইউক্রেনে বিদেশী সামরিক সরঞ্জাম কিভাবে ঢুকছে?
ইউক্রেন-পোল্যান্ড সীমান্ত থেকে বিবিসির মার্ক লোয়েন জানাচ্ছেন, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো থেকে পাঠানো অস্ত্র-গোলাবারুদ ইউক্রেনে যাচ্ছে পশ্চিমাঞ্চলীয় সীমান্ত দিয়ে, বিশেষ করে পোল্যান্ড সীমান্ত দিয়ে।

পোল্যান্ড এ ব্যাপারে অগ্রণী হয়ে সাহায্য করার প্রস্তাব দিয়েছে।

আমেরিকা, কানাডার মতো দূরের দেশ ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম নিয়ে সামরিক পরিবহন বিমানগুলো পোল্যান্ডে আসছে। তারপর সড়কপথে সেগুলো ইউক্রেন সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে।

ট্রেনে করেও ইউক্রেনের জন্য সামরিক সরঞ্জাম পোল্যান্ডে পাঠানো হচ্ছে। যেমন, চেক রিপাবলিক অস্ত্র সাহায্য পাঠিয়েছে ট্রেনে করে।

ইউক্রেনের আকাশসীমা সমস্ত বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ রয়েছে।

সূত্র : আল জাজিরা ও বিবিসি


   আরও সংবাদ