ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অনেক হয়েছে, এবার থামুন : রাশিয়াকে গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১ মার্চ, ২০২২ ১৩:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৪১৯ বার


অনেক হয়েছে, এবার থামুন : রাশিয়াকে গুতেরেস

 

`

  1.  
  2.  
  3. আন্তর্জাতিক
  4.  
  5. আন্তর্জাতিক সংস্থা

অনেক হয়েছে, এবার থামুন : রাশিয়াকে গুতেরেস

  • ইমরান আনসারী, জাতিসঙ্ঘ সদর দফতর থেকে
  •  
  •  ০১ মার্চ ২০২২, ১২:০৮
  •  
  •  
  •  
  •  

অনেক হয়েছে, এবার থামুন : রাশিয়াকে গুতেরেস - ফাইল ছবি


জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাস বলেছেন, অনেক হয়েছে, এবার থামুন। রাশিয়ার সৈন্যদেরকে ব্যারাকে ফিরে যেতে হবে। নেতৃবৃন্দকে শান্তির দিকে যেতে হবে। নাগরিকদেকে রক্ষা করতে হবে। আন্তর্জাতিক মানবিকিকরণ ও মানবাধিকার আইনকে উচ্চকিত করতে হবে।

বেলারুসে অনুষ্ঠিতব্য দু’পক্ষের শান্তি আলোচনা ভবিষ্যত নিয়ে তিনি আশাবাদী বলেও জানান। রাশিয়ার পরমাণু বোমার হুমকিতে উদ্বেগ প্রকাশ করেন গুতেরাস। তিনি বলেন, কোনো অযুহাতই পারমাণবিক বোমার ব্যবহার সমর্থন করতে পারে না। তিনি ইউক্রেনে ২০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দেন।

জাতিসঙ্ঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত কিসলিয়স বলেন, যদি ইউক্রেন টিকে না থাকে, তাহলে আন্তর্জাতিক শান্তি টিকে থাকবে না। ইউক্রেন না টিকলে জাতিসঙ্ঘ টিকবে না- এতে কোনো সন্দেহ নেই। ইউক্রেন টিকে না থাকলে, গণতন্ত্র ব্যর্থ হলে আমরা অবাক হতে পারি না।

এদিকে রাশিয়ান রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, তার দেশ যে পদক্ষেপগুলো নিয়েছে তা মিডিয়া ও সামাজিক মাধ্যম বিকৃতভাবে উপস্থাপন করেছে। এসব কিছু মিথ্যা।

তিনি আরো জানান, বিশেষ অভিযানের লক্ষ্য হচ্ছে ইউক্রেনের দুটি অংশ দোনেৎস্ক ও লুহানস্কর লোকদের রক্ষা করা। যারা আট বছর যাবত কিয়েভ শাসনের দ্বারা নির্যাতন ও গণহত্যার স্বীকার হয়ে আসছিল।


   আরও সংবাদ