ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বসফরাস ও দার্দানেলিস দিয়ে যুদ্ধজাহাজ চলাচল বন্ধের ঘোষণা তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১ মার্চ, ২০২২ ১৩:৫৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৪২২ বার


বসফরাস ও দার্দানেলিস দিয়ে যুদ্ধজাহাজ চলাচল বন্ধের ঘোষণা তুরস্কের

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই বসফরাস ও দার্দানেলিস প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ চলাচল বন্ধের ঘোষণা করেছে তুরস্ক।

সোমবার রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ চাভুশওলু এই ঘোষণা করেন।

মওলুদ চাভুশওলু বলেন, মনট্রো চুক্তি অনুযায়ী তুরস্ক কৃষ্ণসাগর উপকূলীয় ও বাইরের দেশগুলোকে সতর্ক করছে, তারা যেন তুরস্কের সমুদ্রসীমা দিয়ে যুদ্ধজাহাজ চলাচল করানো থেকে বিরত থাকে।

১৯৩৬ সালে ফ্রান্সের মনট্রো শহরে তুরস্ক ও ব্রিটেন, ফ্রান্স, রাশিয়াসহ বিশ্বের অন্য নয়টি দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী তুরস্কের ভূখণ্ডের দার্দানেলিস ও বসফরাস প্রণালীর ওপর নিয়ন্ত্রণ পায় আঙ্কারা।

এই চুক্তি অনুসারেই ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগরকে সংযোগ করা এই দুই প্রণালীর মধ্যে যুদ্ধজাহাজ চলাচলে বাধা দেয়ার ক্ষমতা পায় তুরস্ক।


   আরও সংবাদ