ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাশিয়া পরমাণু সন্ত্রাস চালাচ্ছে : জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৪ মার্চ, ২০২২ ০৯:৪২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৭৮ বার


রাশিয়া পরমাণু সন্ত্রাস চালাচ্ছে : জেলেনস্কি

রুশ বাহিনীর গোলায় ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে গেছে। এটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। পার্শ্ববর্তী শহর এনারগোদারের মেয়র দিমিত্রো অরলভ বলেছেন, শুক্রবার ভোরের দিকে রুশ বাহিনীর হামলায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লাগে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চারদিক দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, হামলার কারণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লেগেছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী টুইটে বলেন, `রাশিয়াকে অনতিবিলম্বে অগ্নিনির্বাপণের ব্যবস্থা নিতে হবে। অগ্নিনির্বাপকবাহিনীকে কাজের অনুমতি দিতে হবে। নিরাপত্তা বলয় গড়ে তুলতে হবে।'


   আরও সংবাদ