ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন ছেলে, তবুও ঝাড়ুদারই থাকতে চান মা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৪ মার্চ, ২০২২ ১২:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৮৮ বার


মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন ছেলে, তবুও ঝাড়ুদারই থাকতে চান মা

ছেলে ভারতের পাঞ্জাবের বিধায়ক। রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চান্নিকে হারিয়েছেন তিনি। ভাদৌর আসনের লাভ সিংহ উগোকের মা বলদেও কউর স্থানীয় একটি স্কুলের ঝাড়ুদারের কাজ করেন। ছেলে বিধায়ক হয়ে গেলেও চুক্তির ভিত্তিতে করা ঝাড়ুদারের কাজ ছাড়তে চান না লাভ সিংহের মা।

লাভ সিংহ প্রার্থী হওয়ার পর থেকেই তার পারিবারিক পরিচয় প্রচারের আলোয় এসেছিল। তখনও পর্যন্ত ভাবা যায়নি যে, কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রীকে তিনি ৩৭ হাজার ৫৫৮ ভোটে হারিয়ে দেবেন। ছেলে জয়ী হওয়ার পরের দিন শুক্রবারেও স্কুলে ঝাড়ু হাতে কাজে যোগ দেন বলদেও।

ছেলে বিধায়ক হলেও তিনি যা ছিলেন তাই রয়েছেন জানিয়ে তিনি বলেন, ছেলে ভোটে জেতার পরে আমি আর কাজে যাব না ভেবেছিলেন। কিন্তু আমি গিয়েছি।

গেল ২২ বছর চুক্তিভিত্তিক গ্রামের স্কুল পরিষ্কারের কাজ করেন বলদেও। তার আশা ছিল কোনো একদিন স্থায়ী হবে। কিন্তু বারবার আবেদন করেও তা হয়নি।

বলদেও বলেন, বারবার স্থায়িত্বের জন্য আবেদন করলেও প্রতিবার তা নাকচ হয়। বিধায়ক ছেলেকেও বলদেও জানিয়ে দিয়েছেন যে, নিজের এত দিনের কাজ তিনি চালিয়ে যেতে চান।

সূত্র: আনন্দবাজার।


   আরও সংবাদ