ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ই-ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৭ মার্চ, ২০২২ ১৯:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৭৯ বার


ই-ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করল ভারত

দুই বছর স্থগিত রাখার পর ভারত সরকার পাঁচ বছর মেয়াদী সব বৈধ ই-ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু করেছে। এর ফলে ১৫০টির বেশি দেশ ও অঞ্চলের নাগরিকরা দেশটিতে যেতে পারবেন। 

একই সাথে সব দেশের নাগরিকদের জন্য রেগুলার পেপার ভিসাও চালু করেছে দেশটি।

বৃহস্পতিবার অল ইন্ডিয়া রেডিও-এর খবরে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ওই সব দেশ ও অঞ্চলের নাগরিকরা নতুন ই-ট্যুরিস্ট ভিসার জন্যও যোগ্য বিবেচিত হবেন।

দক্ষিণ এশিয়ার দেশটিতে করোনা পরিস্থিতির উন্নতি এবং ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞায় আরো শিথিলতার প্রয়োজনীয়তার কথা বিবেচনায় নিয়ে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।

ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন ও জাপানি নাগরিকদের ১০ বছর মেয়াদী বৈধ নিয়মিত পর্যটন ভিসাও আবার চালু করেছে। তবে আফগান নাগরিকদের ই-ইমার্জেন্সি এক্স-বিবিধ ভিসা ব্যবহার করতে হবে।

এছাড়া প্রায় দুই বছর বিরতির পর গত সপ্তাহে ভারত ২৭ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়।

সূত্র : ইউএনবি


   আরও সংবাদ