ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

একলাখ ইউক্রেন শরণার্থীকে আশ্রয় দেবে নরওয়ে

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৯ মার্চ, ২০২২ ০৮:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৫৬ বার


একলাখ ইউক্রেন শরণার্থীকে আশ্রয় দেবে নরওয়ে

রুশ- ইউক্রেন দ্বৈরথ চলছে একমাস হতে চলল। যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও এখনপর্যন্ত কোনো শান্তিচুক্তিতে পৌঁছাতে পারেনি দুই পক্ষ। ফলে প্রাণ বাঁচাতে প্রতিদিনই দেশ ছেড়ে পালাচ্ছে অনেক ইউক্রেনীয়। তাদের প্রধান গন্তব্য প্রতিবেশী দেশগুলো। তবে সুদূর নরওয়েতেও আশ্রয় নিয়েছে বহু ইউক্রেনীয় শরণার্থী।

শরণার্থী সমস্যা প্রকট আকার নেওয়ার পরেই, মানবিক সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে। একলক্ষ ইউক্রেনিয়ান কে আশ্রয় দেবে নরওয়ে সরকার।

শুক্রবার নরওয়েজিয়ান প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের দেশটির পার্লামেন্টে জানিয়েছেন, তার দেশ লক্ষাধিক ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত হচ্ছে।

রাষ্ট্রসংঘের তথ্য অনুযায়ী, গত তিন সপ্তাহে প্রায় ৩২ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছে, যার অধিকাংশই পোল্যান্ডসহ আশপাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

নরওয়েতে এখন পর্যন্ত দুই হাজারের মতো শরণার্থী ঢুকেছে। সেখানে আরও ৫ হাজার ২৫০ শরণার্থী শিগগির প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র : পুবের কলম


   আরও সংবাদ