ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘মারিউপোলে ৫ হাজার মানুষের প্রাণহানি’

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৯ মার্চ, ২০২২ ১২:৫৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৫৬ বার


‘মারিউপোলে ৫ হাজার মানুষের প্রাণহানি’

ইউক্রেনে গত মাসে রাশিয়ার আগ্রাসন শুরুর পর দেশটির দক্ষিণাঞ্চলীয় অবরুদ্ধ নগরী মারিউপোলে কমপক্ষে পাঁচ হাজার মানুষ নিহত হয়েছেন। সোমবার ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা একথা জানিয়েছেন।

বর্তমানে মানবিক করিডোরের দায়িত্বে থাকা প্রেসিডেন্টের উপদেষ্টা তাতিয়ানাল মাকিনা টেলিফোনে এএফপিকে বলেন, ইউক্রেন যুদ্ধে সেখানে নিহত প্রায় পাঁচ হাজার মানুষকে সমাধিস্থ করা হলেও গোলাবর্ষণ অব্যাহত থাকায় ১০ দিন আগে এ কাজ বন্ধ হয়ে গেছে।

 

তিনি আরো বলেন, নিহত মানুষের এ সংখ্যা কেবলমাত্র ধ্বংসস্তুপের ভিতর থেকে উদ্ধার করা লাশের হিসাব থেকে পাওয়া। নিহতের এ সংখ্যা প্রায় দশ হাজার হতে পারে বলে আমরা ধারণা করছি।

মারিউপোলে ইউক্রেনের মানবিক অবস্থা শোচনীয়। ইউক্রেন জানায়, সেখানে প্রায় এক লাখ ৬০ মানুষ রাশিয়ার বাহিনীর হাতে অবরুদ্ধ হয়ে পড়েছে। এর ফলে সেখানে ব্যাপক খাদ্য, পানি ও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সেখানের পরিস্থিতি খুবই ‘ভয়াবহ’ এবং রাশিয়ার স্থল, নৌ, ও বিমান হামলায় সাড়ে চার লাখ জনসংখ্যার এ নগরী ‘ধ্বংসস্তুপে’ পরিণত হয়েছে।


   আরও সংবাদ