ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দক্ষিণ কোরিয়ায় ট্যাটু নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১ এপ্রিল, ২০২২ ১০:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫১২ বার


দক্ষিণ কোরিয়ায় ট্যাটু নিষিদ্ধ

দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত ট্যাটু আঁকার ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছেন। উন্নত দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়াতেই ট্যাটুর ওপর নিষেধাজ্ঞা রয়েছে। চিকিৎসা সংশ্লিষ্টরাই এর ব্যবহার করতে পারেন। 

বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে আদালতের এ রায়ের বিষয়ে ট্যাটু শিল্পীরা বলেছেন, এ ধরনের সিদ্ধান্ত সেকেলে ও সাংস্কৃতিক বোঝা-পড়ার অভাব। 

কয়েক দশক ধরে নিষিদ্ধ থাকার পরেও দেশটিতে প্রায় ৫০ হাজার ট্যাটু শিল্পী রয়েছে। এই ব্যবসা পরিচালনা করার জন্য পুলিশের তল্লাশি ও শাস্তির সম্মুখীন হতে হয় তাদের। 

আইন ভঙ্গ করে যদি কেউ এর সঙ্গে জড়িত হয় তাহলে সর্বোচ্চ ৪১ হাজার তিনশ ডলার জরিমানা ও সাধারণত দুই বছরের সাজা দেওয়া হয়।

সূত্র : পুবের কলম


   আরও সংবাদ