ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015
কম বৃষ্টিপাতে ১১৪ বছরে তৃতীয়

১২১ বছরের গরমের রেকর্ড ভাঙল ভারত

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২ এপ্রিল, ২০২২ ২৩:২৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৫০ বার


১২১ বছরের গরমের রেকর্ড ভাঙল ভারত

বিগত ১২১ বছরের ইতিহাসে উষ্ণতম মার্চ মাস দেখল ভারত। দেশটির আবহাওয়া অফিসের দেয়া সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে গড়ে ১.৮৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল ২০২২-এর মার্চ মাসের গড় সর্বোচ্চ তাপমাত্রা! 

গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ১.৩৭ ডিগ্রি সেলসিয়াস বেশি।

এর আগে জানুয়ারি মাসের শুরুতে আবহাওয়া অফিসের রিপোর্ট জানিয়েছিল, ১৯০১ সাল থেকে গত ১২০ বছরের ইতিহাসে ২০২১ সালটি ছিল ভারতে পঞ্চম উষ্ণতম বছর। মার্চ মাসে আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে আবহবিদদের একাংশের অনুমান করছে উষ্ণতার নতুন রেকর্ড গড়তে পারে ২০২২।

শুধু উষ্ণতা বৃদ্ধি নয়, বছরের শুরুতে উদ্বেগজনক ভাবে কম বৃষ্টিপাত। দেশজুড়ে মার্চে বৃষ্টির ঘাটতি প্রায় ৭১ শতাংশ। ১১৪ বছরে এর চেয়ে কম বৃষ্টির হিসাব মাত্র দুইবার। এমন পরিস্থিতি কৃষিক্ষেত্রের পক্ষে উদ্বেগজনক। সাধারণত মার্চ মাসে দেশে গড়ে ৩০.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। কিন্তু এবার মার্চে বৃষ্টি হয়েছে মাত্র ৮.৯ মিলিমিটার। এর আগে ১৯০৮ সালের মার্চে দেশে বৃষ্টি হয়েছিল ৮.৭ মিলিমিটার। ১৯০৯ সালের মার্চে ৭.২ মিলিমিটার।

সূত্র : আনন্দবাজার


   আরও সংবাদ