ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার বিষয়ে যা বললো সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৩ এপ্রিল, ২০২২ ২০:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৬২ বার


পাকিস্তানের পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার বিষয়ে যা বললো সেনাবাহিনী

পাকিস্তানের পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার বিষয়ে দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের প্রধান মেজর জেনারেল বাবর ইফতেখার বলেছেন, আজ পাকিস্তানের পার্লামেন্টে যা হলো তাতে সেনাবাহিনীর কিছুই করার নেই। রোববার তিনি এমন মন্তব্য করেন।

পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোট বাতিল করা এবং পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার বিষয়ে প্রশ্ন করা হলে দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের প্রধান বলেন, এ বিষয়ে আমাদের করার কিছু নেই। এছাড়া অনাস্থা ভোট বাতিল করা এবং পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার বিষয়ে পাকিস্তান সেনাবাহিনী জড়িত কিনা? এমন প্রশ্নের উত্তরে মেজর জেনারেল বাবর ইফতেখার বলেছেন, না এ বিষয়ে আমরা জড়িত না।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের প্রধান আরো বলেছেন, আজ পাকিস্তানের পার্লামেন্টে যে সকল ঘটনা ঘটেছে তাতে দেশটির সেনাবাহিনী জড়িত না।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে প্রেসিডেন্ট আরিফ আলভির পার্লামেন্ট ভেঙ্গে দেয়া এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন মেজর জেনারেল বাবর ইফতেখার।

এর আগে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক হিসেবে আখ্যায়িত করেন।

ইমরান খান আজ রোববার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে বলেন, অনাস্থা প্রস্তাব খারিজ করে দেয়ার জন্য জাতিকে অভিনন্দন জানান। তিনি বলেন, ডেপুটি স্পিকার বিদেশি ষড়যন্ত্রে সরকার পরিবর্তনের চেষ্টা বাতিল করে দিয়েছেন।


   আরও সংবাদ