ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সবার নজর পাকিস্তান সুপ্রিম কোর্টের দিকে : 'সব পক্ষের কথা শুনেই রায়'

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৫ এপ্রিল, ২০২২ ১০:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৫৬ বার


সবার নজর পাকিস্তান সুপ্রিম কোর্টের দিকে : 'সব পক্ষের কথা শুনেই রায়'

পাকিস্তান সুপ্রিম কোর্টের দিকে এখন সবার নজর। আদালতের রায়ের ওপর পাকিস্তানের চলমান সংকট অনেকাংশে নির্ভর করছে। সুপ্রিম কোর্ট রায় সম্ভবত আজ মঙ্গলবারই রায় দেবে যে সংসদ ভেঙে দেয়ার রাষ্ট্রপতির সিদ্ধান্ত ঠিক ছিল কিনা বা অনাস্থা প্রস্তাব বাতিল করার ডেপুটি স্পিকারের সিদ্ধান্ত যথার্থ ছিল কিনা।

সম্মিলিত বিরোধী দল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল। প্রস্তাবটি নিয়ে ভোটাভুটির ঠিক আগে দিয়ে ডেপুটি স্পিকার সংবিধানের অনুচ্ছেদ ৫-এর আলোকে বাতিল করে দেন। এরপরপরই ইমরান খানের পরামর্শে রাষ্ট্রপতি আরিফ আলভি পার্লামেন্ট ভেঙে দেন। এর ফলে আগামী ৯০ দিনের মধ্যে পাকিস্তানে নতুন করে নির্বাচন হওয়ার কথা। বিরোধী জোট দুটি সিদ্ধান্তেই অসন্তুষ্টি ব্যক্ত করেছে। তারা আশা করছে, সুপ্রিম কোর্ট তাদের পক্ষেই সিদ্ধান্ত দেবে।


   আরও সংবাদ