আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৫ এপ্রিল, ২০২২ ২৩:০৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৫৮ বার
শ্রীলঙ্কার শাসক দলের আইনপ্রণেতাদের একটি দল দেশটির চলমান পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকার নিয়োগের আহ্বান জানিয়েছে।
সংসদে স্পিকারকে সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থনে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করতে সব দলের সাথে আলোচনার নেতৃত্ব দেয়ার আহ্বান জানান তারা।
মঙ্গলবার দেশটির আইনপ্রণেতা সতর্ক করে বলেছেন, এটি করতে ব্যর্থ হলে সহিংসতা ও নৈরাজ্য বাড়বে।
অন্যদিকে বৃহত্তম বিরোধী দল অবশ্য বলেছে, তারা কোনো অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে না এবং অবিলম্বে রাষ্ট্রপতির পদত্যাগের ওপর জোর দিয়েছে।
ইউনাইটেড পিপলস ফোর্স বা এসজেবির নেতা সজিথ প্রেমাদাসা বলেন, আমাদের বিক্ষোভকারীদের কথা শুনতে হবে। রাষ্ট্রপতি থেকে শুরু করে সরকারকে সরে যেতে হবে।
দেশটিতে অর্থনৈতিক সংকটের কারণে রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবি অব্যাহত রয়েছে।
সূত্র : ইউএনবি