ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইউক্রেন যুদ্ধ দীর্ঘ দিন চলতে পারে : স্টলটেনবার্গ

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৭ এপ্রিল, ২০২২ ১৫:০২ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৬৭ বার


ইউক্রেন যুদ্ধ দীর্ঘ দিন চলতে পারে : স্টলটেনবার্গ

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘমেয়াদি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছন পশ্চিমা সামরিক জোট ন্যাটের প্রধান জেন্স স্টলটেনবার্গ।

বুধবার ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠকের প্রাক্কালে তিনি এ মন্তব্য করেন।

স্টলটেনবার্গ বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পুরো ইউক্রেন নিয়ন্ত্রণে নেয়ার উচ্চাকাঙ্ক্ষা বাদ দিয়েছেন এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলতে পারে।

ন্যাটো প্রধান আরো বলেন, আমাদের বাস্তববাদী হতে হবে এবং বুঝতে হবে এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। এটি কয়েক মাস এবং কয়েক বছর ধরে চলতে পারে। আর সে কারণে ইউক্রেনকে সমর্থন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা টিকিয়ে রাখা এবং প্রতিরক্ষা জোরদারসহ আমাদের দীর্ঘপথ চলার প্রস্তুতি থাকতে হবে।

সূত্র : বাসস


   আরও সংবাদ