ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের অর্থনীতির তুলনা ষড়যন্ত্রের অংশ: কাদের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ এপ্রিল, ২০২২ ২৩:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৭৭ বার


শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের অর্থনীতির তুলনা ষড়যন্ত্রের অংশ: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের অর্থনীতির তুলনা করা ষড়যন্ত্র ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অংশ।

তিনি বলেন, ‘যারা বলে বাংলাদেশ শ্রীলঙ্কা হবে,তারা হয় জেনেশুনে বা ইচ্ছাকৃতভাবে অপপ্রচার চালাচ্ছে। আমাদের ক্যাপিটাল একাউন্ট খোলা নেই,তাই কেউ শ্রীলঙ্কার মতো ইচ্ছা করলেই বিদেশে ডলার পাঠাতে পারবে না। আপনি যদি শিক্ষা বা চিকিৎসার জন্য বিদেশে অর্থ পাঠাতে চান, তবে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলে পাঠাতে হবে।’

শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ঢাকা উত্তর আওয়ামী লীগের নতুন ইউনিট পর্যায়ের নেতাদের সঙ্গে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অনেকে মেগাপ্রজেক্ট নিয়ে কথা বলছেন। পদ্মা সেতু বিদেশি ঋণের ওপর নির্ভরশীল নয়। শেখ হাসিনা আমাদের টাকায় পদ্মা সেতু করছেন,বিদেশি ঋণ নেয়া হয়নি। আমাদের দেশে বিদেশি ঋণ নিয়ে এমন কোনো মেগা প্রকল্প করা হয়নি। বঙ্গবন্ধু কন্যা সারা বিশ্বের কাছে প্রমাণ করেছেন বাংলাদেশ কী করতে পারে। ’

তিনি আরও বলেন, আমাদের পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। শ্রীলঙ্কার অধিকাংশ ঋণ স্বল্প সময়ের মধ্যে উচ্চ সুদের হারে কঠিন শর্তে পরিশোধ করতে হয়। অন্যদিকে আমাদের অধিকাংশ ঋণ দীর্ঘমেয়াদে পরিশোধ করতে হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, মেট্রোরেল প্রকল্পের বিরুদ্ধে অপপ্রচারের পর এখন তারা প্রচার করছে যে বাংলাদেশ হবে শ্রীলঙ্কা। করোনা সংকট কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি তৃণমূলে ভারসাম্যপূর্ণ পর্যায়ে রয়েছে। শ্রীলঙ্কার মতো বাংলাদেশে কোনো সংকট ছিল না।’

তিনি অপপ্রচারকারীদের ব্যাপারে বলেন, বাংলাদেশ কখনই শ্রীলঙ্কা হবে না। এসব বলে অপপ্রচার করে লাভ নেই।

কাদের বলেন, বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী নদীর কাজ প্রায় শেষ। এগুলো নিয়ে অনেক অপপ্রচার হয়েছে, কিন্তু অপপ্রচার করে অগ্রগতি ঠেকানো যায়নি।

রমজানের আগে দ্রব্যমূল্য বাড়লেও এখন তা সহনীয় পর্যায়ে এসেছে উল্লেখ করে তিনি বলেন,স্বাধীনতার পর বাংলাদেশ কখনো খেলাপি হয়নি। শ্রীলঙ্কার ঋণের অনুপাত ৬১ শতাংশ এবং বাংলাদেশের ঋণের অনুপাত ১৪ শতাংশ।

তিনি বলেন, ‘করোনা সংকট কাটিয়ে, আমাদের মুদ্রা ডলারের বিপরীতে এখনও স্থিতিশীল থাকায় আমাদের রপ্তানি আয় রেকর্ড ছাড়িয়ে যাবে। শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র দুই বিলিয়ন আর আমাদের রিজার্ভ ৪৫ বিলিয়ন। শ্রীলঙ্কায় টাকা ধার দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের সম্ভাবনা দেখিয়েছেন।

সভায় ২৬টি থানা, ৬৪টি ওয়ার্ড ও একটি ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা মোট ১৬০০ সভাপতি ও সাধারণ সম্পাদক যোগ দেন বলে সংগঠকেরা জানান।

আয়োজকরা আরও জানান,প্রথমবারের মতো শিকড়কে শক্তিশালী করতে উত্তর আওয়ামী লীগের প্রতিটি এলাকায় কাউন্সিলের মাধ্যমে ইউনিট চূড়ান্ত করা হয়েছে। ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।


   আরও সংবাদ