ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২ এপ্রিল, ২০২২ ১৪:২৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৫২৯ বার
শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে।
সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার (১২ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, “২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা ২০২২ সালের জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে।”
তিনি বলেন, “এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষাও ২০২২ সালের জন্য ১৮০ কর্মদিবসের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে হবে।”
শিক্ষামন্ত্রী বলেন, “২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীরা নবম শ্রেণিতে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পায়নি। ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুললে ওমিক্রনের প্রভাব শুরু হওয়ার আগে চলতি বছর ১৪ মার্চ পর্যন্ত সপ্তাহে দু’দিন করে সরাসরি ক্লাস করার সুযোগ পেয়েছে তারা। এর মধ্যে ২০ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ওমিক্রনের সংক্রমণে আবারও প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ ছিল।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।