ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২২ ২১:২৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৫৭ বার
বিএনপি বাংলাদেশে মানবাধিকার চর্চার ওপর মার্কিন প্রতিবেদনের প্রশংসা করেছে। দলটি বলেছে, এই প্রতিবেদনে বর্তমান আওয়ামী লীগ সরকারের অপকর্ম এবং 'চরম দুঃশাসন' তুলে ধরা হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ড. জেনারেল রুহুল কবির রিজভী এসব কথা বলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, বিচার বিভাগ সরকারের হাতে থাকা অবস্থায় বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেয়া হয়েছে এবং দেশের নিরাপত্তা বাহিনী হত্যা, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বাকস্বাধীনতা ক্ষুণ্ন হচ্ছে, বিরোধীদের নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে।
‘আমি বলতে চাই, এই প্রতিবেদনে আওয়ামী সরকারের অপকর্ম প্রকাশ পেয়েছে। এই প্রতিবেদনটি আরও পরামর্শ দেয় যে সরকার হাজার হাজার ডলার ব্যয় করে লবিস্ট নিয়োগ করেও কোনও অপকর্ম এবং চরম দুঃশাসনকে ধামাচাপা দিতে পারেনি,’ বিএনপি নেতা বলেছিলেন।
এর আগে মঙ্গলবার রাতে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ২০২১ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিস প্রকাশ করেছে, যা বিশ্বব্যাপী প্রায় ১৯৮টি দেশ ও অঞ্চলে মানবাধিকার পরিস্থিতির ওপর একটি বার্ষিক প্রতিবেদন।
এই প্রতিবেদনে অধিকার বিষয়গুলোও তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে কঠোর এবং জীবন-হুমকিপূর্ণ কারাগারের অবস্থা, নির্বিচারে গ্রেপ্তার বা আটক, রাজনৈতিক বন্দি, বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে গুরুতর সমস্যা এবং গোপনীয়তার সঙ্গে স্বেচ্ছাচারী বা বেআইনি হস্তক্ষেপ।
সরকার অবশ্য বুধবার মার্কিন প্রতিবেদনটিকে প্রত্যাখান করে বলেছে, মার্কিন প্রতিবেদনে প্রাথমিকভাবে ‘সরকারবিরোধী প্রচারণা মেশিন’ থেকে সংগ্রহ করা কিছু ‘ভুল তথ্য’ রয়েছে।
রিজভী বলেন, রাতভর ভোটের মাধ্যমে ক্ষমতা দখলকারী বর্তমান সরকার গণতন্ত্র ও মানবাধিকারকে কবর দিতে দেশের আইন আদালতকে যথেচ্ছভাবে ব্যবহার করে খালেদা জিয়াকে কারারুদ্ধ করেছে।
তিনি আক্ষেপ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, যিনি একেবারেই রাজনীতির সঙ্গে জড়িত নন, তাকেও জিয়া পরিবারের বিরুদ্ধে সরকারের প্রচারণার অংশ হিসেবে একটি কাল্পনিক মামলায় জড়ানো হয়েছে।
‘বেগম খালেদা জিয়া সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে অপপ্রচারে গণতান্ত্রিক বিশ্ব বিভ্রান্ত নয়,’ রিজভী বলেন।
তিনি বলেন, এই সরকার যতই ধামাচাপা দেয়ার চেষ্টা করুক না কেন অন্যায়, দুঃশাসন ও দমনমূলক কর্মকাণ্ড বিশ্ব সম্প্রদায়ের সামনে তুলে ধরা হচ্ছে।
সূত্র : ইউএনবি