ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মালয়েশিয়ায় প্রবাসীদের বেতন বৃদ্ধি কার্যকরের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২২ ২০:৪৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৬৬ বার


মালয়েশিয়ায় প্রবাসীদের বেতন বৃদ্ধি কার্যকরের ঘোষণা

মালয়েশিয়ায় কর্মীদের বেতন বৃদ্ধি কার্যকরের ঘোষণা দেয়া হয়েছে। দেশটির নিয়োগকর্তা এবং শিল্প মালিকরা শ্রমিকদের ন্যূনতম মজুরি নীতিতে সম্মত হয়েছেন যা ১ মে থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন সে দেশের মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।

শুক্রবার (১৫ এপ্রিল) সারাভানান দেশটির গণমাধ্যমে বেতন বৃদ্ধি কার্যকরের ঘোষণা দেন।

তিনি আরো বলেন, তৃণমূলে জনগণকে তাদের অর্থ ব্যয় করতে এবং একইসাথে দ্রুত অর্থনীতির উন্নতি করতে সক্ষম করার জন্য মজুরি বাড়ানো দরকার। দীর্ঘদিন ধরে বিষয়টি আলোচনায় থাকায় এখন সময় এসেছে এটি কার্যকর করার।

জানা গেছে, রেস্তোরাঁ মালিক এবং উৎপাদন সংগঠনসহ বেশ কয়েকটি শিল্প মালিক ন্যূনতম মজুরি নীতি বাস্তবায়নের আগে বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে সরকারকে সময় দিতে বলেছিল।

সারাভানান বলেন, ‘সরকার দেশে ৬০০,০০০ (ছয় লাখ) নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য কাজ করছে।’

প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব ১৯ মার্চ ঘোষণা করেছিলেন, সরকার প্রতি মাসে ন্যূনতম মজুরি ১৫০০ রিঙ্গিতে উন্নীত করতে সম্মত হয়েছে যা ১ মে থেকে কার্যকর হবে। কিন্তু ১৫০০ রিঙ্গিত বা বাংলাদেশী টাকায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি কার্যকর হচ্ছে কি-না সেটাই এখন দেখার বিষয়।


   আরও সংবাদ