ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২২ ১৮:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৫৯ বার
নগরীর নিউমার্কেট এলাকায় দোকানদার ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে দিনব্যাপী সংঘর্ষ থামাতে পুলিশের 'নিষ্ক্রিয় ভূমিকা' নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এক পুলিশ কর্মকর্তা বলেছেন তারা কৌশলগত কারণে নিষ্ক্রিয় ছিল।
বুধবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনুষ্ঠানে ফখরুল সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার পেছনে কৌশলগত কারণ জানতে চেয়েছেন।
গতকাল (মঙ্গলবার) নিউমার্কেট এলাকায় ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে একজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।
বিএনপি নেতা বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনা ও সবক্ষেত্রে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ সরকার এখন দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। কারণ কোথাও তাদের কোন নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা নেই।
পুলিশ ও সরকারের অন্যান্য দপ্তরের কোনো জবাবদিহিতা নেই উল্লেখ করে তিনি বলেন, দেশে অনাচারের পরিস্থিতি তৈরি হচ্ছে।
সোমবার রাতের একটি ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের একদল ছাত্র ও দোকানদারের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
সংঘর্ষে আহত কুরিয়ার সার্ভিসের কর্মচারী নাহিদ হাসান মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।