আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৪ মে, ২০২২ ১৮:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৫২ বার
আল-আকসা মসজিদে ইসরায়েলি কর্মীদের পরিকল্পিত অনুপ্রবেশ বন্ধে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।
পূর্ব জেরুজালেমের পবিত্র মসজিদে ইহুদি কর্মিদের অনুপ্রবেশের সিদ্ধান্তের পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে উত্তেজনার বিস্তার রোধে ইসরাইলকে থামাতে মঙ্গলবার ফিলিস্তিন জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রতি এ আহ্বান জানায়।
মঙ্গলবার, ইসরায়েলি মিডিয়া জানায়, কিছু ইহুদি সংগঠনের কর্মীদের ‘আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের’ আহ্বান জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল নাগাদ এই কর্মসূচি চলার কথা। খবর সিনহুয়ার।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় মসজিদে ইসরাইলি পতাকা উত্তোলন এবং ইসরাইলি জাতীয় সঙ্গীত গাওয়ার আন্দোলনকারীদের পরিকল্পনার নিন্দা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এসব লঙ্ঘন পরিস্থিতি আরো খারাপ করার এবং দখল স্থায়ি করার পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইল সরকারের প্রচেষ্টারই প্রতিফলন।’
মন্ত্রণালয় নিরাপত্তা পরিষদকে ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন বন্ধে চাপ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে। খবর সিনহুয়ার।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটির সদস্য হুসেইন আল-শেখ, চরমপন্থীদের পরিকল্পনাকে ‘ফিলিস্তিনি, আরব এবং মুসলমানদের অনুভূতির প্রতি একটি ভয়ঙ্কর অবজ্ঞা’ এবং ‘চরমপন্থী বর্ণবাদী প্রচারণার ধারাবাহিকতা’ বলে অভিহিত করেছেন।
ইসরাইলি সরকার চরমপন্থীদের আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এপ্রিলের প্রথম দিকে মুসলমানদের রোজার মাস শুরু হওয়ার পর থেকে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চলছে।
আল-আকসা মসজিদ প্রাঙ্গণ দীর্ঘকাল ধরে ফিলিস্তিনি-ইসরাইল সঙ্ঘাতের কেন্দ্রবিন্দু।
সূত্র : বাসস