ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ মে, ২০২২ ২০:১১ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৬১ বার
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তার মন্ত্রিসভাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে একটি অনাস্থা ভোটের প্রস্তাব করেছে দেশটির প্রধান বিরোধীদল।
জনগণের প্রাপ্য জীবনমান নিশ্চিতের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে তাদের বিরুদ্ধে এ প্রস্তাব এনেছে দলটি।
মঙ্গলবার দেশটির সংসদে লঙ্কান নেতা সাজিথ প্রেমাদাসার নেতৃত্বে ইউনাইটেড পিপলস ফোর্স পার্টির একটি পক্ষ স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্দেনার কাছে অনাস্থা সংসদীয় ভোটের দাবিতে এ প্রস্তাব পেশ করেছে।
দেশের চলমান অর্থনৈতিক সংকটের জন্য দায়ী করে রাজাপাকসে এবং তার ছোট ভাই দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের মধ্যে এই পদক্ষেপটি এসেছে।
রাজাপাকসে ও মন্ত্রিসভাকে ক্ষমতা থেকে অপসারণ করতে ২২৫ সদস্যের সংসদে সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রয়োজন হবে।
এদিকে ইউনাইটেড পিপলস ফোর্স ৫৪ ভোট পেতে পারে। তবে অন্যান্য বিরোধীদল এবং ক্ষমতাসীন শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট পার্টি থেকে দলত্যাগ করা সদস্যদের ভোটে তাদের জয়ের সম্ভাবনা আছে।
বুধবার সংসদ অধিবেশন শুরুর পর অনাস্থা ভোট কখন অনুষ্ঠিত হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে আশা করা হচ্ছে।
সূত্র : ইউএনবি