ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ডায়রিয়ায় আক্রান্ত কামরুল, ৯ সদস্যের মেডিক্যাল টিম গঠন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ মে, ২০২২ ২০:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৩৩ বার


ডায়রিয়ায় আক্রান্ত কামরুল, ৯ সদস্যের মেডিক্যাল টিম গঠন

রাজশাহীতে সফরে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। তার চিকিৎসায় ৯ সদস্যের টিম গঠন করেছে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) কর্তৃপক্ষ।  

ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় বুধবার সকালে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে রামেক হাসপাতালের ভিভিআইপি কেবিনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এরপরও তার জন্য সব ধরনের জরুরি ব্যবস্থাপনা রাখা হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের জানান, কামরুল ইসলামের কমপক্ষে ৯ থেকে ১০ বার পাতলা পায়খানা হয়েছে। তবে ভর্তির পর তাকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। পাতলা পায়খানার কারণে তার শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। ব্লাড প্রেশার একটু কমেছে। তবে এরপরও তার জন্য আইসিইউসহ প্রয়োজনীয় সব ধরনের জরুরি ব্যবস্থাপনা প্রস্তুত রাখা হয়েছে।

বুধবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর কামরুল ইসলামের চিকিৎসায় রামেক হাসপাতালের অধ্যাপক ডা: খলিলুর রহমানকে প্রধান করে নয়জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তারা তাকে পর্যবেক্ষণ করছেন। 

সংশ্লিষ্টরা জানান, কামরুল ইসলামের শারীরিক অবস্থার উন্নয়নের জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু প্রতিকূল আবহাওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় স্থানান্তর সম্ভব হচ্ছে না। আপাতত তিনি রামেক হাসপাতালের ভিভিআইপি কেবিনেই সেবা নিচ্ছেন। 

একাধিক সূত্র জানিয়েছে, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম গত মঙ্গলবার রাজশাহীতে পৌঁছান। আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল সদস্য নির্বাচন-২০২২ উপলক্ষে রাজশাহীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের পরিচিতি সভায় যোগদানের কথা ছিল তার। তবে শারীরিক অসুস্থতার কারণে ওই সভায় যোগ দিতে পারেননি তিনি। আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী ঢাকা-২ আসনের এমপি।  

এদিকে, দুপুরে হাসপাতালে কামরুল ইসলামকে দেখতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

তিনি দলের এই সিনিয়র নেতার চিকিৎসা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।  

এ সময় রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এবং কামরুল ইসলামের জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অধ্যাপক ডা: মো: খলিলুর রহমান ও রাজশাহী মেডিক্যাল কলেজের  অধ্যক্ষ ডা: নওশাদ আলীসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ