আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ মে, ২০২২ ১৯:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৪২৫ বার
আল-জাজিরা টিভি চ্যানেলের সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার না করার ইসরাইলি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের পররাষ্ট্র মন্ত্রণালয়।
তারা এক বিবৃতিতে বলেছে, দখলদার ইসরাইল এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার না করে নতুন আরেক অপরাধে জড়িয়ে পড়ছে। তারা হত্যাকাণ্ডের বিষয়ে অসংখ্য সাক্ষ্য-প্রমাণ এবং ময়নাতদন্ত রিপোর্টকে অস্বীকার করছে। ইসরাইল বাহিনী এ ক্ষেত্রে নানা ধরণের অজুহাত সৃষ্টির চেষ্টা করছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার করবে না বলে নিশ্চিত হওয়ার পর স্বশাসন কর্তৃপক্ষ এ প্রতিক্রিয়া জানালো।
ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারের কোনো পরিকল্পনা ইসরাইলের নেই। দৈনিক হারেৎজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলের সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মনে করছে, ইসরাইলের সেনাদের সন্দেহভাজন হিসেবে ধরে কোনো একটি তদন্ত হলে ইসরাইলি সমাজের ভেতরে তা বিরোধিতা তৈরি করবে। নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন, এর চেয়ে হাস্যকর অজুহাত আর হতে পারে না।
গত ১১ মে দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালায় দখলদার ইসরাইলি সেনারা। সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে ছিলেন ৫১ বছর বয়সী প্রখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলেহ। এ সময় ইসরাইলি এক সেনা তার মাথায় গুলি করলে তিনি প্রাণ হারান।
হত্যাকাণ্ডের সময় অন্য সাংবাদিকেরা সেখানে ছিলেন। তারা জানিয়েছেন, ইসরাইলি সেনার গুলিতেই যে শিরিন আবু আকলেহ নিহত হয়েছে তাতে তাদের বিন্দু পরিমাণ সন্দেহ নেই। নিপীড়িত ফিলিস্তিনি স্বর স্তব্ধ করতেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে তাদের অনেকেই মনে করেন।
সূত্র : পার্সটুডে