ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১ মে, ২০২২ ১০:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪২৪ বার
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে চলছে নতুন হিসেব-নিকেশ। নির্বাচনে অংশগ্রহণে আওয়ামী লীগের আহ্বানকে ফাঁদ হিসেবে দেখছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ মনে করে, জাতীয় নির্বাচনে না আসার বিএনপির বক্তব্য রাজনৈতিক; সত্যিকার অর্থে গণতন্ত্র শক্তিশালী করতে চাইলে তাদের অংশ নেওয়া উচিৎ।
এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলে জোর দিয়ে দল গোছাচ্ছে আওয়ামী লীগ; নির্ধারিত সময়ের মধ্যেই হাই কমান্ডের নির্দেশে বিভিন্ন পর্যায়ে সম্মেলন শেষ করতে কাজ করছেন দলের নেতা-কর্মীরা। দলের ভেতরে আলোচনার প্রধান ইস্যু যখন আগামী জাতীয় নির্বাচন তখন আওয়ামী লীগ আশা করে সব দলের অংশগ্রহণ।
দলের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপির নির্বাচনে না আসার বিষয়টি রাজনৈতিক।
তিনি বলেন, বিএনপির নেতারা যে বক্তব্যগুলো রাখে সেটা তারা নিজেরা বিশ্বাস করে কিনা সময় বলে দিবে। রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্যই তারা এসব বক্তব্য দেয়। তারপরেও আমার বিশ্বাস বিএনপি গণতন্ত্রকে করলে তারা নির্বাচনে আসবে।
অন্যদিকে বসে নেই বিএনপি। নানাভাবে দল গোছানোর চেষ্টা করছে তারা। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের আহ্বানকে ফাঁদ হিসেবে দেখছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, বর্তমান সরকারের পদত্যাগ ছাড়া নির্বাচনে যাওয়ার প্রশ্নই আসে না।
তিনি বলেন, শেখ হাসিনা পদত্যাগ করে যদি নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের সহায়তা করে তাহলে বিষয়টা হবে ভিন্ন। আপোসে না হলে ধাপে ধাপে সরকার পতনের আন্দোলন শক্তিশালী করা হবে।
তবে, বিএনপি আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে আওয়ামী লীগ নেতারাও জনগণের স্বার্থে মাঠে থাকবেন বলে জানান বাহাউদ্দিন নাসিম।
এ সময় সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও মনে করেন তিনি।