আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ মে, ২০২২ ১৪:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৪২২ বার
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের মধ্যেই নতুন করে দাপট দেখাচ্ছে মাঙ্কিপক্স ভাইরাস। ব্রিটেন, পর্তুগাল, স্পেন ও বেলজিয়ামের মতো ইউরোপের বিভিন্ন দেশে দ্রুত ছড়াচ্ছে ভাইরাসটি। যা নিয়ে বিভিন্ন দেশে উদ্বেগ বেড়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে যারা সমকামী ও উভকামী, তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সমকামীদের মধ্যেই এই সংক্রমণ ছড়াচ্ছে কি না, তা খতিয়ে দেখছে সংস্থাটি।
ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পক্ষ থেকে সমকামী ও উভকামীদের মাঙ্কিপক্সকে ঘিরে সতর্ক করা হয়েছে। দেশটিতে নতুন করে আরো চারজনের শরীরে এই সংক্রমণ ধরা পড়েছে। এই নিয়ে ব্রিটেনে মোট আক্রান্তের সংখ্যা সাতজন।
ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে যে চারজন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে তিনজন লন্ডনের ও একজন উত্তর-পূর্ব ইংল্যান্ডের। যারা সংক্রমিত হয়েছেন তারা সমকামী বা উভকামী। কিভাবে তারা মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।
এ প্রসঙ্গে ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সির প্রধান মেডিক্যাল উপদেষ্টা ডা: সুজান হপকিন্স জানিয়েছেন, যারা সমকামী ও উভকামী তাদের বিশেষ করে সতর্ক করা হয়েছে। কারো শরীরে যদি কোনো র্যাশ বা ক্ষত দেখা যায়, তাহলে যেন তারা সাথে সাথে চিকিৎসকের কাছে যান।
তিনি আরো বলেন, এটা খুবই বিরল ব্যাপার। এই সংক্রমণের উৎস কোথায়, তা নির্ধারণ করা হচ্ছে। তবে ধারণা করা হচ্ছে, সমকামীদের মধ্যেই এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
ব্রিটেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশঙ্কা, সমকামী ও উভকামী পুরুষদের যৌনচক্র থেকেই তাদের দেশে ছড়িয়েছে মাঙ্কিপক্স ভাইরাসের সংক্রমণ। শুধু ব্রিটেন নয়, স্পেন ও পর্তুগালে যথাক্রমে ৭ ও ৯ জন পুরুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে, যাদের অধিকাংশই সমকামী কিংবা উভকামী পুরুষ বলে জানা গেছে। তাই সমকামী পুরুষদের আপাতত অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
সূত্র : এইসময়