আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ মে, ২০২২ ০৯:০৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১১ বার
যাদুঘর দেখতে আসা বৃদ্ধার মধ্যে বাকিদের থেকে আলাদা করার মতো কিছুই অস্বাভাবিক ছিল না। সবাই ভেবেছিল বয়সের কারণে হুইলচেয়ারে করে হলেও, প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়মে তিনিও শিল্পের টানেই এসেছেন। কিন্তু সেই সাধারন বৃদ্ধাই যে আচমকা এমন বোমা ফাটানোর মতো কাণ্ড ঘটিয়ে বসবেন, তা বোধহয় কেউ ঘুর্ণাক্ষরেও টের পায়নি।
তখন যাদুঘরের মুখ্য আকর্ষণ তথা বিশ্বের সর্ব্বাধিক জনপ্রিয় ছবিটি দেখছিল সবাই। লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত মোনালিসার ছবি দেখার মুগ্ধতায় কেউ বোধ হয় সেই বৃদ্ধাকে লক্ষ্যই করেনি। হঠাৎই লাফ দিয়ে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তিনি। এই ঘটনার আকস্মিকতার ঘোর কাটতে না কাটতেই মোনালিসার মুখের সামনে ঘষে দিলেন আস্ত একটা কেক। সামনে কাচের দেয়াল থাকায় তা সরাসরি পোট্রেটে না লাগলেও ছড়িয়ে গেল সামনের বুলেট প্রুফ গ্লাস প্যানেলে। একইসাথে যুবকটি চারদিকে ছড়িয়ে দিতে থাকলেন গোলাপের পাঁপড়ি।
এখানেই বিস্ময়ের শেষ নয়। যাকে এতক্ষণ বৃদ্ধা ভাবছিলেন সবাই, দেখা গেল আসলে তিনি একজন যুবক। নজিরবিহীন এই ঘটনাটির ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। যুবককে তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা।
প্রত্যক্ষদর্শীরার জানিয়েছেন, ঘটনাটি ঘটানোর সময় তিনি বলছিলেন, ‘কেউ কেউ এই পৃথিবীকে ধ্বংস করতে চায়। পৃথিবীর কথা ভাবুন’। তবে কী কারণে সে এই কাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত জানা যায়নি।
উল্লেখ্য, ১৯৫৬ সালে মোনালিসার ছবিতে অ্যাসিড ছোঁড়ে এক ব্যক্তি। ভয়ানক ক্ষতিগ্রস্ত হয় ছবির নিচের দিকটি। তারপর থেকেই মোনালিসার সামনে বুলেট প্রুফ কাচ বসানো হয়’।
সূত্র : বর্তমান