ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩১ মে, ২০২২ ১৭:২২ অপরাহ্ন | দেখা হয়েছে ৪১১ বার
অনলাইনভিত্তিক ফুড ডেলিভারি ম্যান, রং মিস্ত্রি, মুদি দোকানের কর্মচারী বা সিএনজিচালকের পেশার আড়ালে ডাকাতির অভিযোগে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন, মো: সুজন হাওলাদার, মো: রবিউল আউয়াল রবি, মো: বাবু ওরফে জুয়েল, মো: রনি, মো: একরাম আলী ও মো: ইব্রাহিম মিঝি।
সোমবার রাত পোণে ১০টার দিকে বছিলার সিটি ডেভলপার্স লিমিটেডের সামনে থেকে তাদের গ্রেফতার করে ডিবি তেজগাঁও জোনাল টিম।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি সিএনজি, ১টি একনলা বন্দুক, একটি চাপাতি, ২টি লোহার তৈরি ছোরা, একটি লোহার রড, একটি রেঞ্জ ও নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ এসব তথ্য জানান।
গোয়েন্দা কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল জানতে পারে, কতিপয় ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে মোহাম্মদপুর থানার বছিলা সিটি ডেভলপার্স লিমিটেডের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের কেউ পেশায় সিএনজিচালক, কেউ অনলাইনভিত্তিক ফুড ডেলিভারি ম্যান, কেউ রং মিস্ত্রি, আবার কেউ মুদি দোকানের কর্মচারী। এরা নিজেদের পেশাকে কাজে লাগিয়ে প্রথমে বাসাবাড়িতে রেকি করে থাকে। পরে তারা পরিকল্পনা অনুয়ায়ি ওই রেকি করা বাসাতে ডাকাতি করে থাকে।
তিনি আরো বলেন, সঙ্ঘবদ্ধ এ ডাকাত দলটিতে ১৪ থেকে ১৫ জন সদস্য রয়েছে। ইতোমধ্যে তারা ধামরাই, দক্ষিণ কেরানীগঞ্জ এবং মুন্সীগঞ্জে ডাকাতি করেছে। তাদের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় পৃথক মামলা করা হয়েছে।
সূত্র : বাসস