ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

দাহ্য পদার্থের তথ্য গোপনে এত মৃত্যু, ডিপো'র মালিক পলাতক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ জুন, ২০২২ ০৯:১২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৩৪ বার


দাহ্য পদার্থের তথ্য গোপনে এত মৃত্যু, ডিপো'র মালিক পলাতক

বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ সেখানে দাহ্য পদার্থ থাকার তথ্য না দেয়ায় আগুন ও বিস্ফোরণে এত মানুষের মৃত্যু ঘটেছে৷ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানের মালিক আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান রহমান গা ঢাকা দিয়েছেন৷

শনিবার রাত সাড়ে ৯টার দিকে লাগা আগুন ২৪ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি৷ ফায়ার সর্ভিসের ২৫টি ইউনিট ছাড়াও আগুন নিয়ন্ত্রণে সেনা ২৫০ জন সেনা সদস্য কাজ করছেন৷ ঢাকা থেকে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের কেমিকেল আগুন নেভানোর বিশেষায়িত দল ‘হাজমত' টিম৷

শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৪৯ জন৷ তাদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মী ৯ জন৷ আহত হয়েছেন কমপক্ষে ৪০০ জন৷ তাদের চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালসহ চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহত কয়েকজনকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ঢাকা আনা হয়েছে৷ আরো আহতদের আনা হবে৷ হাসপাতালগুলোর পরিবেশ আহত এবং নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে৷

আগুনের সূত্রপাত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুন লাগে শনিবার রাতে। বিস্ফোরণের পর ডিপোতে আগুন ধরে যায়। আগুন এখনো জ্বলছে। কিছুক্ষণ পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এই ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ অন্তত ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ( মিডিয়া) শাহজাহান শিকদার জানান, ‘আগুন লাগার পর কনটেইনার ডিপোর মালিকপক্ষকে আমরা পাইনি৷ তাদের কেউ আমাদের জানায়নি যে সেখানে কেমিকেল আছে৷ তথ্য জানা না থাকায় আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা মারা যান৷ কারণ কেমিকেল থেকে লাগা আগুন নেভানোর কৌশল আলাদা৷ ভিন্ন ধরনের পার্সোনাল প্রটেকটিভ সরঞ্জাম লাগে৷ কেমিকেলের তথ্য না জানায় ফায়ার ফাইটার যারা ফ্রন্ট লাইনে ছিলেন তারা মারা যান৷'

তিনি বলেন, ‘কনটেইনার ডিপো করতে হলে ফায়ার লাইসেন্স দরকার হয়৷ এটা ছাড়া ডিপো করা যায় না৷ আর কোনো দাহ্য পদার্থ বা কেমিকেল থাকলেও তা জানিয়ে রাখতে হবে ফায়ার সার্ভিসকে৷ আমরা সেখানে অনেক কেমিকেলের উপস্থিতি পাচ্ছি৷ বিভিন্ন ধরনের কেমিকেলের অনেক ড্রাম রয়েছে সেখানে৷ তাদের ফায়ার লাইসেন্স আছে কী না আমরা তদন্ত করে দেখছি৷ তবে আমাদের তারা কেমিকেলের তথ্য জানায়নি এটা নিশ্চিত৷' তিনি বলেন, ‘এখন আমরা ড্রোন ব্যবহার করে কেমিকেল চিহ্নিত করছি৷ ফোম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি৷'

চট্টগ্রামের কাস্টমস কমিশনার ফখরুল আলম জানিয়েছেন ওই ডিপোতে রফতানির জন্য হাইড্রোজেন পার অক্সাইড ছিল৷ এখান থেকে অনেক দিন ধরেই এটা রফতানি হচ্ছে৷ এটা তারা ডিক্লারেশন দিয়েই রফতানি করে৷ তবে এর বাইরে আর কোনো কেমিকেল এখানো রাখা ছিলো কী না তা তাদের জানানো হয়নি৷ তার কথা, ‘হাইড্রোজেন পার অক্সাইড কোনো দাহ্য পদার্থ বা বিস্ফোরক নয়৷ তবে যেকোনো জিনিসেই আগুন লাগতে পারে৷ কেউ আগুন লাগিয়ে দিতে পারে৷ আমি শুনেছি হাইড্রোজেন পার অক্সাইড-এর পাফে স্টাপল ফাইবারের একটি কনটেইনার ছিলো৷ সে কারণেও আগুন ছড়াতে পারে৷ অটোমেটিক কোনো বিস্ফোরণ ঘটেনি৷ সেটা হলে জাহাজেও তো বিস্ফোরণ ঘটত৷'


   আরও সংবাদ