আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ জুন, ২০২২ ১৩:৩২ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৮৪ বার
ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে কমপক্ষে ২৫০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোরে দেশটিতে ছয় দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় এক কর্মকর্তা বিবিসিকে এ খবর জানিয়েছে।
তবে আল-জাজিরা ও রয়টার্স নিহতের সংখ্যা ১৩০ বলে জানিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহত মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, ধ্বংসস্তূপ এবং বাড়িঘরের ধ্বংসাবশেষ।
সরকারের মুখপাত্র বিলাল কারিমি টুইটারে জানান, ‘অপ্রত্যাশিতভাবে গতরাতে আফগানিস্তানের চারটি প্রদেশে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। এতে কয়েক শ’ মানুষ হতাহত হয়েছেন। এবং অনেক বসতবাড়ি ধসে গেছে।
এদিকে স্থানীয় এক সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেন, ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০। আহতের সংখ্যা দেড় শতাধিক। ফলে নিহতের সংখ্যা আরো বাড়তে পার বলে ধারণা করা হচ্ছে।
তালেবান প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান মোহাম্মদ নাসিম হাক্কানি বলেছেন রয়টার্সকে জানান, নিহতের বেশিরভাগ পাকতিকা প্রদেশের। সেখানে কমপক্ষে এক শ’জন নিহত হয়েছেন।