ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ৯ জুলাই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ জুন, ২০২২ ১২:৩৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২৪ বার


আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ৯ জুলাই

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ জুলাই (শনিবার) ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী ৩০ জুন (বৃহস্পতিবার) ইসলামী মাস জিলহজ শুরু হতে পারে।

এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী, মুসলমানদের অন্যতম উৎসব ঈদুল আজহা, যা ১০ জিলহজ অনুষ্ঠিত হয়। এবার তা ৯ জুলাই পড়বে।

মুসলমানরা ৯ জিলহজ আরাফাহ দিন পালন করে। এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রধান ইব্রাহিম আল জারওয়ানের জানান, দিনের সংশ্লিষ্ট গ্রেগরিয়ান তারিখটি ৮ জুলাই (শুক্রবার)।

মুসলমানরা ইসলামিক পঞ্জিকা অনুসারে জিলহজ মাসে বার্ষিক হজ পালন করে। মাসটির দশম দিনে ঈদুল আজহা উদযাপনের মধ্য দিয়ে হজের আচার অনুষ্ঠান শেষ হয়। সূত্র : গালফ নিউজ, খালিজ টাইমস


   আরও সংবাদ