ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বন্দুক সহিংসতা ঠেকাতে মার্কিন সিনেটে বিল পাস

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৪ জুন, ২০২২ ১১:২৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪০৪ বার


বন্দুক সহিংসতা ঠেকাতে মার্কিন সিনেটে বিল পাস

বন্দুক সহিংসতা মোকাবিলায় একটি বিল পাস করেছে মার্কিন সিনেট, যা দেশটিতে প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আগ্নেয়াস্ত্র আইন হতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাতে বিলটি পাস হয়।

কংগ্রেসের উচ্চকক্ষে চূড়ান্ত ভোটে ১৫ জন রিপাবলিকান সিনেটর ডেমোক্র্যাটদের সমর্থণ দেন। এতে ৬৫-৩৩ ভোটে বিলটি পাস হয়। বিলটি আইনে পরিণত করতে স্বাক্ষর করার জন্য এটি এখন প্রেসিডেন্ট জো বাইডেনের টেবিলে পাঠানো হবে। তবে, এর আগে ভোটের জন্য হাউস অব রিপ্রেজেন্টেটেভে যাবে বিলটি। এবং এটি কয়েক দিনের মধ্যে সম্পন্ন হতে পারে। খবর বিবিসি ও সিএনএনের।


   আরও সংবাদ