ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ জুন, ২০২২ ০৯:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৮৭ বার
যুক্তরাষ্ট্রে গর্ভপাত অধিকার আইন বাতিলে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রায়ের ফলে আমেরিকাকে ১৫০ বছর পিছিয়ে নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এমন রায়ে বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
৫০ বছরের পুরনো গর্ভপাতের সাংবিধানিক অধিকার কেড়ে শুক্রবার (২৪ জুন) মার্কিন সুপ্রিম কোর্ট রায় দেন, গর্ভপাত মার্কিন নারীদের সাংবিধানিক অধিকার নয়। ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে একাধিক নারী সংগঠন ও মানবাধিকার কর্মীরা বিক্ষোভ করেছেন।
গর্ভপাত নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে মর্মান্তিক ভুল অ্যাখা দিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, 'এতে মার্কিন নারীদের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমেরিকা ১৫০ বছর পিছিয়ে গেছে'। তবে এই লড়াই এখানেই শেষ নয় বলেও মন্তব্য করেন তিনি।
রায়ের ফলে যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকারে আমূল পরিবর্তন আসবে। এখন থেকে অঙ্গরাজ্যগুলো নিজেরা গর্ভপাত নিষিদ্ধ করার প্রক্রিয়া চালু করতে পারবে। দেশটির অন্তত অর্ধেক অঙ্গরাজ্যে গর্ভপাত ইস্যুতে নতুন বিধিনিষেধ বা নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
সূত্র: আনাদোলু এজেন্সি