ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৪ জুলাই, ২০২২ ১২:০৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৪৩৬ বার
কয়েকটি ইউনিয়ন পরিষদ এবং পৌরসভার নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে শুক্রবার থেকে। আগামী ২৭ জুলাই ২৩ ইউপি ও ৩ পৌরসভার ভোট অনুষ্ঠিত হবে। এর বাইরেও কয়েকটি স্থানীয় উপনির্বাচন হবে।
নির্বাচন কমিশন (ইসি) জানায়, এ নির্বাচনে ৮ জুলাই (শুক্রবার) থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রার্থীরা প্রচার-প্রচারণা চালাতে পারবেন। স্থানীয় সরকারের এ নির্বাচনগুলোতে প্রার্থিতা প্রত্যাহারে শেষ দিন হচ্ছে ৭ জুলাই, প্রতীক বরাদ্দ ৮ জুলাই। অর্থাৎ ৮ জুলাই থেকে প্রার্থীরা প্রচারে নামতে পারবেন।
এসময় উঠান বৈঠক থেকে শুরু করে মাইকিং করতে পারবে প্রার্থীরা।
এই পর্বে সাধারণ নির্বাচন হবে তিন পৌরসভায়। তার মধ্যে রয়েছে- ঢাকা জেলার দোহার এবং জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল পৌরসভা। অপর তিন পৌরসভায় শূন্য পদে উপনির্বাচন হবে। সেগুলো হচ্ছে, ফরিদপুরের মধুখালী পৌরসভায় ৬ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর, চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং মেহেরপুরের গাংনী পৌরসভায় ৭ নং ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর।
সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। অপর দুই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে। এগুলো হচ্ছে- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ও মেহেরপুর সদর উপজেলা।
১৯ ইউপিতে সাধারণ নির্বাচন হবে। এগুলো হচ্ছে- ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাচৌঁর ও নন্দুয়ার; রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রায়পুর, রামনাথপুর ও পীরগঞ্জ; পাবনার সাঁথিয়া উপজেলার করমজা; টাঙ্গাইলের সদর উপজেলার ছিলিমপুর, কাতুলী, মাহমুদনগর ও কাকুয়া; ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন, মেঘচামী ও আড়পাড়া; ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের কাইতলা (উত্তর); কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল; চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও, বড়খেরী ও চরআবদুল্যাহ ইউনিয়ন।
এর বাইরেও ৩৭টি ইউনিয়নের বিভিন্ন শূন্য পদে নির্বাচন হবে।
অপর দিকে শপথ না নেওয়ায় ১৪টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে একই দিন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।