ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘দেখেশুনে’ মুখ খুলবেন পি কে হালদার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৫ জুলাই, ২০২২ ১৬:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৮৩ বার


‘দেখেশুনে’ মুখ খুলবেন পি কে হালদার

বাংলাদেশ থেকে তিন হাজার ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ মাথায় নিয়ে পালিয়ে গিয়ে ভারতে গ্রেপ্তার হওয়া এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার) ২৫ দিনের জন্য জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের আদালত।

শুক্রবার (১৫ জুলাই) পিকে হালদার এবং তার পাঁচ সহযোগীর মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১০ আগস্ট দিন ধার্য করেন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) তিন নম্বর আদালতে বিচারপতি জীবনকুমার সাধু।

এদিন বেলা ১১টায় ব্যাঙ্কশালের বিশেষ সিবিআই আদালতে তাদেরকে নেওয়া হয়। দুপুর ১২টার দিকে তাদেরকে বিচারকের এজলাসে তোলা হয়। শুনানি শেষে আদালত পরবর্তী শুনানির জন্য নতুন দিন ধার্য করেন এবং পি কে হালদারের মেডিকেল পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।


   আরও সংবাদ