ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ডলার মজুতকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা : ডিবি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৮ জুলাই, ২০২২ ১৪:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৮২ বার


ডলার মজুতকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা : ডিবি

অবৈধভাবে ডলার মজুত করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (২৮ জুলাই)দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে ডলারের মূল্যবৃদ্ধির এ সময় কেউ যদি অবৈধভাবে ডলার মজুত করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া জাল ডলার তৈরি করলে তথ্য পেলে তাদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, এছাড়া কারো কাছে অবৈধভাবে ডলার তৈরির সরঞ্জাম অথবা মেশিনের তথ্য পাওয়া গেলে অবশ্যই অভিযান পরিচালনা করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছি।

বাজারে ডলার সঙ্কট তৈরি হওয়ায় অতিরিক্ত দামে খোলাবাজারে ডলার বিক্রি করছেন ব্যবসায়ীরা। খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১২ টাকায়।


   আরও সংবাদ