ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ অগাস্ট, ২০২২ ১৬:৫৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০৫ বার
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে বৈধভাবে তিনটি সংযোগ থাকলেও ১০ হাজার ঘরেই রয়েছে বিদ্যুতের লাইন। সরকারি দলের প্রভাবশালী নেতারা এসব লাইন নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, ঘনবসতিপূর্ণ এই বস্তিতে তিন লাখের বেশি মানুষের বাস। বস্তিটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুটি ওয়ার্ডে বিভক্ত। ২০ নম্বর ওয়ার্ডে বাস করেন লক্ষাধীক মানুষ। এই ওয়ার্ডে বৈধভাবে তিনিট সংযোগ দেওয়া হলেও সব ঘরেই রয়েছে বিদ্যুতের লাইন। লাইট, ফ্যান, টিভি ও ফ্রিজ চালাতে দিতে হয় ৭০০ টাকা।
শুধু দোকান নয়, বস্তিতে আছে ছোট শিল্প কারখানাও। যেখানে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার হলেও মিটার না থাকায় প্রতিমাসে দুই থেকে আড়াই হাজার টাকা দিলেই চলে। প্রভাবশালীরা এসব লাইন নিয়ন্ত্রণ করায় বেশির ভাগ মানুষ তাদের নাম বলতে চান না।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নাসির জানান, অবৈধ সংযোগ আছে এটা অস্বীকার করা যাবে না। দিনে লাইন কেটে দিলেও রাতে হুক লাগিয়ে আবার বিদ্যুতের লাইন নিয়ে নেয়। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বার বার ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডকে (ডেসকো) চিঠি দিলেও তারা সাড়া দেয়নি।
তিনি আরও বলেন, ডেসকোকে কয়েকবার বলেছি আপনার আসেন, আমি দাঁড়িয়ে থেকে কাজ করিয়ে দেব। কিন্তু তারা বলে, আসব, আসতেছি, দেখব এসব বলে রংতামাশা করতেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালী আর বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তাদের যোগসাজশের কারণেই অবৈধ সংযোগ বন্ধ হচ্ছে না।