ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

চা শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান ফখরুলের

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৯ অগাস্ট, ২০২২ ১৭:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ৩০২ বার


চা শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান ফখরুলের

মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাদের দাবি মেনে নেওয়ার জোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

 

শুক্রবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

 

 

ফখরুল বলেন, হবিগঞ্জের সুরমা ও তেলিয়াপাড়া চা-বাগানের কয়েক হাজার শ্রমিক মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছে। তাদের বর্তমান মজুরি ১২০ টাকা। বর্তমানে দুর্মূল্যের বাজারে এই মজুরিতে শ্রমিকদের মানবেতর জীবনযাপন করতে হয়।

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি আদায়ে চা শ্রমিকদের আন্দোলন ন্যায়সংগত এবং বিএনপি তাদের এই ন্যায়সংগত দাবি মেনে নেওয়ার জোর আহ্বান জানাচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, দেশের চা শিল্পের সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিক ধ্বংসের দ্বারপ্রান্তে। তাদের হাড়ভাঙা পরিশ্রমের কারণে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এসব শ্রমিকদের অর্থনৈতিক দুরবস্থার কারণে চা শিল্প সংকটাপন্ন হতে পারে।

ফখরুল বলেন, মালিকদের কাছ থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে নিরুপায় হয়ে ন্যায্য দাবিতে আন্দোলন করছেন চা শ্রমিকরা। তারা যাতে আরও বড় ধরনের দুর্ভোগে পতিত না হয়, সে জন্য মালিকপক্ষকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


   আরও সংবাদ