ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ অগাস্ট, ২০২২ ১৮:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২৯৯ বার


জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সর্বোচ্চ ১৫০ আসনে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ষষ্ঠতম কমিশন বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি জানান, এখন ইসির কাছে ১ লাখ ৫০ হাজার ইভিএম আছে। তা দিয়ে ৭৫টি আসনে ভোট করা যাবে। ১৫০ আসনে ইভিএমে ভোট করতে হলে আরও ইভিএম কেনা লাগবে।

এ সময় তিনি গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন ও ৬১টি জেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন।


   আরও সংবাদ