ঢাকা, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আরও ১৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৭ অগাস্ট, ২০২২ ১৯:০৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৭৮ বার


আরও ১৩১ ডেঙ্গু রোগী হাসপাতালে

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, শুক্রবার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ১০৯ জন এবং ঢাকার বাইরে ২২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪ হাজার ৭১১ জন। মৃত্যু হয়েছে ১৯ জনের।

উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৮ হাজার ২৬৫ জন। মারা যান ১০৫ জন।


   আরও সংবাদ