ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৯ অগাস্ট, ২০২২ ১০:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৪৭ বার
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় নবনির্বাচিত মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ও কাউন্সিলররা দায়িত্বভার গ্রহণ করেছেন। রবিবার সকাল ১১ টায় পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে এই দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পৌর প্রশাসক আব্দুল কাদের বেপারীর সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আনোয়ার পারভেজ।
এর আগে প্রশাসকের অফিস কক্ষে প্রধান অতিথির উপস্থিতিতে অফিস আদেশ কপিতে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
পরে আলোচনা সভায় বক্তব্য দেন, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, জয়পুরহাট জেলার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাংবাদিক ও কলামিস্ট আমিনুল হক বাবুল, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মীর রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিছির উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাঈদ আল মাহবুব চন্দন, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব ও পৌর মেয়র হাবিবের পত্নী মেহেরুন্নেসা মায়া প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। নব নিযুক্ত কাউন্সিলরদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন,১নং ওয়ার্ডে মঞ্জুরুল ইসলাম, ২নং ওয়ার্ডে আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ডে আরিফ রাব্বানী ইস্তি, ৪নং ওয়ার্ডে মামুনুর রশিদ ফকির, পুনঃনির্বাচিত ৫নং ওয়ার্ডে নূর হোসেন, ৬নং ওয়ার্ডে আনিছুর রহমান বাচ্চু, নবনির্বাচিত ৭নং ওয়ার্ডে শাহিন আল মামুন সরকার শাহিন, পুনঃনির্বাচিত ৮নং ওয়ার্ডে মনসুর রহমান ও ৯নং ওয়ার্ডে নবনির্বাচিত মোশাইদ আল-আমিন সাদ এবং ১,২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত আসনে নবনির্বাচিত মহিলা কাউন্সিলর শামিমা সুলতানা শিতল, ৪,৫ ও ৬নং ওয়ার্ডে নবনির্বাচিত মোছাঃ রেশমা খাতুন আন্নি ও ৭,৮ ও ৯নং ওয়ার্ডে পুনঃনির্বাচিত তহমিনা বেগম শিরিন।