ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ডলারের বিরুদ্ধে শক্তিশালী রুবল, বাড়ল গমের দাম

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২২ ১০:০০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২৩ বার


ডলারের বিরুদ্ধে শক্তিশালী রুবল, বাড়ল গমের দাম

যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে রাশিয়ার মুদ্রা রুবল। এরই মধ্যে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ বৃদ্ধি নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে। 

এতে বিশ্বজুড়ে রুশ গমের চাহিদা বেড়েছে। ফলে গত সপ্তাহে খাদ্যপণ্যটির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিশ্লেষকরা এসব কথা বলেন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিজনেস রেকর্ডার। এতে বলা হয়, এসময়ে রাশিয়ার ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিন সমৃদ্ধ গমের মূল্য ৫ ডলার বেড়েছে। 

গত সপ্তাহের শেষদিকে ফ্রি অন বোর্ডে (এফওবি) অর্থাৎ পরিবহন খরচ ছাড়া কৃষ্ণ সাগর বন্দর দিয়ে সরবরাহ করা প্রতি টন গমের দাম দাঁড়িয়েছে ৩১৭ ডলার। কৃষি কনসাল্টেন্সি ফার্ম আইকেএআর এক নোটে এ তথ্য জানিয়েছে।

এ সপ্তাহে ১০ লাখ টন গম রপ্তানি করেছে রাশিয়া। এর আগের সপ্তাহের চেয়ে যা ৬ লাখ ৪০ হাজার টন বেশি। বন্দরের তথ্য-উপাত্ত তুলে ধরে আরেক কনসাল্টেন্সি ফার্ম সোভেকন এ তথ্য দিয়েছে।


   আরও সংবাদ