ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

১১ বছরে ১১৯ গুমের অভিযোগ এসেছে : মানবাধিকার কমিশন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২২ ০৮:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮৬ বার


১১ বছরে ১১৯ গুমের অভিযোগ এসেছে : মানবাধিকার কমিশন

২০১২ থেকে এখন পর্যন্ত অর্থাৎ ১১ বছরে ১১৯টি গুমের অভিযোগ এসেছে বলে জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।

বৃহস্প‌তিবার (২২ সে‌প্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক মত‌বি‌নিময় সভায় তিনি এ তথ্য জানান।

নাছিমা বেগম বলেন, ১১৯টি গুমের অভিযোগের মধ্যে ফেরত এসেছে ২৮ জন এবং ৩৩ জন গ্রেপ্তার হয়েছে। অভিযোগগুলোর মধ্যে ৬২টি সরাসরি কমিশনে করা হয়েছে। ৪৮টি বিভিন্ন সংগঠন এবং ৯টি অভিযোগ আর গণমাধ্যমে দেখে নেওয়া হয়েছে।

তি‌নি ব‌লেন, সরাসরি যারা অভিযোগ করেছেন, তাদের অনেকেই পরে আর যোগাযোগ করেননি। এর মধ্যে অনেকের সঙ্গে যোগাযোগ করা হলে কারও আগ্রহ নেই আবার কেউ ফোন ধরেন না।

এ সময় গুম ও নিখোঁজদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খ‌তি‌য়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান নাছিমা বেগম।

নাছিমা বেগম ব‌লেন, কমিশনকে আরও শক্তিশালী করা হোক। কমিশন যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নিজে স্বপ্রণোদিত হয়ে তদন্ত করতে পারে, তাহলে মানবাধিকার পরিস্থিতির আরও উন্নতি হবে। এ জন্য পৃথক কোনো কমিশন গঠনের প্রয়োজন নেই।


   আরও সংবাদ