ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মেক্সিকোয় পুল হলে রোমহর্ষক গোলাগুলি, ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩১ বার


মেক্সিকোয় পুল হলে রোমহর্ষক গোলাগুলি, ১০ জন নিহত

মেক্সিকোর একটি পুল হলে ১০ জনকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র হামলাকারীরা। নিহতদের মধ্যে ৯ জনই ঘটনাস্থলে প্রাণ হারান। বৃহস্পতিবার মেক্সিকোর মধ্যাঞ্চলীয় একটি শিল্প এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মেক্সিকান কর্তৃপক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের তারিমোর পৌরসভায় স্থানীয় সময় গত বুধবার রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ঘটনাস্থলে নয়জনের মৃতদেহ পাওয়া গেছে এবং হাসপাতালে অন্য একজন মারা গেছে।

গুয়ানাজুয়াতোর গভর্নর দিয়েগো সিনহুয়ে রদ্রিগেজ এই ঘটনাকে ‘কাপুরুষোচিত আক্রমণ’ বলে নিন্দা করেছেন এবং সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দু’টি গ্রুপের মধ্যে বিরোধের কারণে গুয়ানাজুয়াতো মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশে পরিণত হয়েছে। এই গ্রুপ দু’টি মাদক ও চোরাই জ্বালানি পাচার নিয়ন্ত্রণের জন্য একে অপরের বিরুদ্ধে লড়াই করে থাকে।

এর আগে চলতি বছরেরই জানুয়ারি মাসে গুয়ানাজুয়াতো প্রদেশে ৬ জনকে হত্যা করা হয়। সিলাও পুর এলাকায় চার মাসে এমন হামলা হয়েছে পাঁচটি।

২০০৬ সালের ডিসেম্বর থেকে মাদকবিরোধী অভিযান শুরু করে মেক্সিকো প্রশাসন। এরপর থেকে এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার হত্যাকাণ্ড ঘটেছে দেশটিতে। যা নিয়ে চিন্তিত মেক্সিকো সরকার।


   আরও সংবাদ