আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২২ ১৪:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২৪৬ বার
ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দেশটিতে সন্ত্রাসবিরোধী তল্লাশি চালিয়েছে। এক সঙ্গে ১০টি রাজ্যে তল্লাশি চালানো হয়। এ সময় অন্তত ১০০ জন গ্রেপ্তার করা হয়। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার উত্তরপ্রদেশ, কেরালা, আসাম, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, তামিলনাড়ু, কলকাতাসহ ১০টি রাজ্যে এ তল্লাশি চালানো হয়। মূলত পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই) নামের একটি গোষ্ঠীর অফিস এবং তার কর্মীদের বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।
এনআইএ-এর অভিযোগ, পিএফআই সমাজসেবার নামে জঙ্গি সংগঠনগুলোকে অর্থের জোগান দেয় এবং তাদের প্রশিক্ষণশিবিরের আয়োজন করছে। দীর্ঘদিন ধরেই সংগঠনটি গোয়েন্দাদের নজরে ছিল। তাই বৃহস্পতিবার সকালে পরিকল্পনা করে প্রতিটি জায়গায় তাদের অফিস এবং কর্মীদের বাড়িতে একসঙ্গে তল্লাশি চালানো হয়েছে, যাতে কেউ পালাতে না পারে।
কলকাতাতেও তল্লাশি চালায় এনআইএ। পার্ক সার্কাস ও তিলজলা রোডের কাছে একটি তিনতলা বাড়িতে তল্লাশি চালানো হয়। ওই বাড়ির সামনে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
অভিযানে কেরালায় ২২ জন, মহারাষ্ট্র এবং কর্ণাটকে ২০ জন করে, অন্ধ্রপ্রদেশে পাঁচ, আসামে ৯, দিল্লিতে ৩, মধ্যপ্রদেশে ৪, পুদুচেরীতে ৩ এবং তামিলনাড়ু থেকে ১০ জনকে গ্রেপ্তার করেছে এনআইএ। সবার বিরুদ্ধেই ইউএপিএ আইনে মামলা করা হয়েছে। রাষ্ট্রদ্রোহিতা এবং সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগ।
এদিকে তল্লাশি অভিযান চলাকালীনই পিএফআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, সরকার আরও একবার প্রমাণ করল, তারা 'ফ্যাসিস্ট'।
টিএইচও/ডেস্ক/কেএইচ